দাপট দেখাচ্ছে শীত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০ এএম, ২০ ডিসেম্বর ২০১৯

বেলা ১১টা। সূর্যের দেখা নেই। সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। ভোর থেকে আবার বৃষ্টির মতো কুয়াশা পড়ে ভিজিয়েছে সড়ক। পারদ রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে প্রথমবারের মতো শক্ত শীতের আমেজ পাচ্ছে রাজধানী ঢাকা।

অবশ্য তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে অনেকে তাকে শৈত্যপ্রবাহ বলতে নারাজ।সে হিসেবে ঢাকায় শীতের তীব্রতা থাকলেও শৈত্যপ্রবাহ নেই। তবে দেশের উত্তর/উত্তর-পশ্চিমাঞ্চলের বেশকিছু অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারি, যশোর ও চূয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্র ও শনিবার আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পিডি/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।