অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত
নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করলো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানায়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বৃহস্পতিবার বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দিয়ে বলেন,`বাংলাদেশ সফর স্থগিত করা ছাড়া আমাদের অন্য কোন বিকল্প ছিল না। ব্যাপক আলোচনা ও গবেষণার ছয়দিন পরে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।`
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল সোমবার। কিন্তু সফরের মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দলের সফর স্থগিত করে। ফলে, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এ অবস্থায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সোমবার ঢাকা আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল, অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার গেভিন ডভে ও দলের নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসি। অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদল দুই দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশের একাধিক শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ারই আশ্বাস দেওয়া হয়।
মঙ্গলবার দেশে ফিরে বুধবার অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। আর এ বৈঠকে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফরে আসা না আসার বিষয়ে। আর বৃহস্পতিবার বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে জানায়।
এমআর/পিআর