মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে আইফোনসহ নকল মোবাইল জব্দ
রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে কর ফাঁকি দিয়ে আনা বেশকিছু আইফোন ও নকল মোবাইল তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
এর মধ্যে আইটাচ বিডিকে এক লাখ ৫০ হাজার, মোল্লা টেলিকমকে ৫ লাখ, আসলাম এন্টারপ্রাইজকে ১ লাখ, বিসমিল্লাহ মোবাইলকে ৫০ হাজার, আলাপ টেলিকম-১ কে ২ লাখ ও আলাপ টেলিকম-২ কে ২ লাখসহ মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সারওয়ার আলম জানান, একটি চক্র নকল মোবাইলের সরঞ্জাম তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। এসব নকল সরঞ্জামের কারণে মোবাইলের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি দুর্ঘটনাও ঘটছে। এছাড়া কর ফাঁকিতে মোবাইল ও মোবাইল সরঞ্জামাদি আমদানি করায় রাজস্ব হারাচ্ছে সরকার।
তিনি বলেন, বেশকিছু মোবাইল সেট পাওয়া গেছে যেগুলো নকল। এছাড়া আরও কিছু মোবাইল পাওয়া গেছে যেগুলো ট্যাক্স ছাড়া নিয়ে আসা হয়েছে। মোবাইলের ব্যাটারিসহ নকল সরঞ্জামাদি ক্রয়ের কারণে ভোক্তা সাধারণ ও ব্যবহারকারীগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা প্রতারণা ও ভোক্তা আইনে অপরাধ।
জেইউ/এমএসএইচ/এমকেএইচ