‘আমারে একটা শীতের কাপড়ের ব্যবস্থা করে দাও বাবা’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯

‘ওরে মা, কি যে শীত পড়ছে। হাড্ডির মধ্যে গিয়া শীত লাগে। আমারে একটা শীতের কাপড়ের ব্যবস্থা করে দাও বাবা।’

রাজধানীর নীলক্ষেতে ফুটপাতে বসবাস করা মধ্যবয়সী হাজেরা বেগম এ প্রতিবেদককে ছবি তুলতে দেখে এগিয়ে এসে এ কথা বলেন।

পাতলা একটা সুতির কাপড় তার পরনে। শীতে ঠকঠক করে কাঁপছিলেন। অদূরেই ছয় বছর বয়সী একটি মেয়েকে পাতলা একটা জামা গায়ে জ্বলন্ত উনুনের (চুলো) পাশে বসে গা পোহাতে দেখা যায়। মেয়েটির ছবি তুলতে গেলে রান্নারত আরেক নারী বলে ওঠেন, ‘ছবি তুললে কী হইব, পারলে আমার মাইয়ার লাইগা একটা শীতের কাপড়ের ব্যবস্থা করেন।’

cold-dhaka

রাজধানী ঢাকাসহ সারাদেশে গতকাল থেকে তীব্র শীত নেমে আসায় নগরবাসী বিশেষত ভাসমান দরিদ্র মানুষের ভোগান্তি চরমে উঠেছে। নুন আনতে পান্তা ফুরায় এসব দরিদ্র মানুষরা এখনও শীতের কাপড় কিনতে পারেননি।

গত রাত থেকে তারা শীতে নিদারুণ কষ্ট ভোগ করছেন। জাগো নিউজের এ প্রতিবেদক আজ (বৃহস্পতিবার) সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাতে বসবাস করা মানুষের শীতের কষ্ট করার দুর্ভোগ দেখতে পান। তাদের অধিকাংশই সমাজের দানশীল ব্যক্তিদের কাছ থেকে গরম কাপড় পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান।

cold-dhaka

আবহাওয়া অধিদফতর বলছে, শীতের তীব্রতা শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। ঢাকায় বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। আগামীকালও এ বাতাস থাকবে। তাপমাত্রা কমার পাশাপাশি রাজধানীর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে অধিদফতর। পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে যাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল। তবে ঢাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল (শুক্রবার) সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।