জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন


প্রকাশিত: ১০:২৩ এএম, ০১ অক্টোবর ২০১৫

‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে আজ(বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৫। স্যানিটেশন মাসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম। অতিরিক্ত সচিব আকরাম আল হোসাইনের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন, ইউনেসেফ বাংলাদেশ- এর প্রতিনিধি জাকারিয়া আকবেরিমি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সিরাজুল ইসলাম বলেন, সুস্থভাবে বাঁচার জন্য স্যানিটেশনের বিকল্প নেই। এ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফল করতে হবে।

এসএ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।