বাংলা ব্লগ দিবস আজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯

আজ ১৯ ডিসেম্বর, বাংলা ব্লগ দিবস। দিবসটি প্রথমবার পালিত হয় ২০০৯ সালে। ২০০৫ সালে ইন্টারনেটে প্রথম বাংলা ব্লগিংয়ের সূচনা হয়। মূলত বাংলায় ব্লগিং-এ আগ্রহী করতেই দিবসটি পালন করা হয়।

বাংলা ব্লগসাইট সাম হোয়্যার ইন ব্লগ ‘বাঁধ ভাঙার আওয়াজ’-এর উদ্যোগে ব্লগারদের (যারা ব্লগ লেখেন) মতামতের ভিত্তিতে ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

বৈচিত্র্যময় ব্লগার ও ব্লগিং প্ল্যাটফর্মের পেছনের কারিগরদের মধ্যে সেতুবন্ধন এবং এর বাইরের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য দিবসটি ইতোমধ্যে ভূমিকা রাখতে শুরু করেছে।

বাংলাদেশের সাইবার পরিসরে ব্লগের ভূমিকা অগ্রগণ্য। বাক স্বাধীনতা নিশ্চিতকরণ ও গণজাগরণের পরিসর তৈরি এর মূল উদ্দেশ্য।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।