বরিশাল বিভাগে শিক্ষকদের কর্মবিরতি পালন


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০১ অক্টোবর ২০১৫

বরিশাল বিভাগের প্রায় সাড়ে চার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করেন করা হয়।

প্রাথমিক শিক্ষক সমাজ কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা এবং জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি আদায়ে এ কর্মসূচি চলছে। দাবি আদায়ে শনিবার থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।