প্রধানমন্ত্রীর সামরিক সচিবের নামাজে জানাজা বৃহস্পতিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীরবিক্রম) নামাজে জানাজা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কাল সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজা হবে।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টা ১৩ মিনিটে মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মৃত্যুবরণ করেন

সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে ১৯৬০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

তার বাবার নাম মো. ইসহাক মিয়া। তার দুই মেয়ে রয়েছে। তিনি প্রথম লেখাপড়া শুরু করেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদাসায়। ১৯৭০ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন তিনি। ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হন। এই সেনা কর্মকর্তা ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার পারিবারিক সূত্র জানায়, আজ বুধবার বিকেলে বাংলাদেশ বিমানে করে তার লাশ ঢাকায় আনা হবে। তাকে গ্রামের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করার সম্ভাবনা রয়েছে।

এমইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।