তাবেলা হত্যাকাণ্ড : তৃতীয় পক্ষের হাত খতিয়ে দেখছে ডিবি


প্রকাশিত: ০৯:২৬ এএম, ০১ অক্টোবর ২০১৫

সরকারকে বেকায়দায় ফেলতে তৃতীয় কোনো পক্ষ ইতালিয়ান নাগরিক সিজার তাবেলাকে (৫০) হত্যা করেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তাবেলা সিজারের হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এর আগে সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এলাকায় সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার নিহত  সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন।

মনিরুল ইসলাম বলেন, তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চলছে। বিষয় তিনটি হলো- তাবেলা সিজারের ব্যক্তিগত কোনো শত্রু ছিলো কি-না, প্রাতিষ্ঠানিক কোনো ঝামেলা ছিলো কি-না এবং আইএস যে বিবৃতি দিয়েছে তার কোনো সত্যতা আছে কি-না। সরকারকে বেকায়দায় ফেলতে তৃতীয় কোনো পক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কি-না; বিষয়টি আমরা তদন্তে যাচাই-বাচাই করছি।

সিজারকে গুলি করার সময় উপস্থিত কোন প্রত্যক্ষদর্শীকে পাওয়া যায়নি। তবে পরবর্তী সময়ে সেখানে ছিল এমন কয়েকজনের সঙ্গে কথা হয়েছে।
 
তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে গসিপ লিখছে আমরা সেগুলো কানে না দিয়ে তদন্ত কাজ করছি।
 
এআর/আরএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।