বাড়তি ভাড়ায় যাত্রীদের ক্ষোভ


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০১ অক্টোবর ২০১৫

রাজধানীসহ আশপাশের পাঁচ জেলা এবং চট্টগ্রামে বাস-মিনিবাসের নতুন ভাড়া বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। নতুন এই কাঠামোতে প্রতি কিলোমিটারের ভাড়া বেড়েছে মাত্র ১০ পয়সা, সর্বনিম্ন ভাড়া আগের মতোই সিটিবাসে ৭ টাকা এবং মিনিবাসের ৫ টাকা বহাল রয়েছে। তবে প্রায় সব কাউন্টার বাস সর্বনিম্ন এই ভাড়ার আদেশ অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে বেড়েছে যাত্রীদের ক্ষোভ।

এ বছরের ২৭ আগস্ট বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটারে পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়, যা গত মাস থেকে যা কার্যকর হয়েছে। তবে এই সিদ্ধান্তের ১ মাস পর ১ অক্টোবর থেকে বাস ভাড়ার নতুন এই কাঠামো যাত্রী পর্যায়ে কার্যকর করা হয়।

রাজধানী ঘুরে দেখা গেছে, আগের মতই অতিরিক্ত ভাড়া নিচ্ছে বাসগুলো। আজিমপুর থেকে আবদুল্লাহপুরগামী ফাল্গুন পরিবহনের বাস আগের মতই সর্বনিম্ন ১৫ টাকায় টিকিট বিক্রি করছে। মিরপুর বাংলা কলেজ থেকে নতুনবাজার রুটের বাস জাবলে নূর ও আকিক পরিবহন ভাড়া নিচ্ছে ২৫ টাকা। অথচ এই রুটের ভাড়া ১৫ টাকার বেশি হওয়ার কথা নয়।

ভাড়া বৃদ্ধির কাঠামো অনুযায়ী বনশ্রী থেকে মালিবাগের ভাড়া হয় ৫ টাকা। তবে তরঙ্গ প্লাস পরিবহন এই রুটে ১৮ টাকা আদায় করছে। মালিবাগের কাউন্টার মাস্টার হেলাল উদ্দিন জানান, এটা লোকাল বাস নয়, সিটিং বাসের ভাড়া এমনিতেই বেশি হয়। তাছাড়া এসব বড় বাসের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি।

নিজেদের সিটিং বাস দাবি করে অতিরিক্ত ভাড়া আদায় করলেও সরেজমিন দেখা গেল, তরঙ্গ প্লাস বাসে যাত্রীদের উপচে পড়া ভিড়। অন্তত ১৫ জন বাসটিতে দাঁড়িয়ে যাত্রা করছেন।

জাহিদুল ইসলাম নামে মোল্লা টাওয়ারের এক দোকান মালিক বলেন, এরা সিটিংয়ের নামে শুধু আমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। অনেক সময় ১৮ টাকার টিকিট না দিয়ে যাত্রী থেকে জোরপূর্বক ২০ টাকা আদায় করে তারা।

তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কিলোমিটার প্রতি ১০ পয়সা বেড়ে যাওয়ায় যাত্রীপ্রতি ভাড়ায় তেমন কোনো প্রভাব পড়বে না।

আইমান ফারাবি নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভিযোগ করেন, সরকার প্রতিবার বলে ভাড়া বাড়লে এতে তেমন কোন প্রভাব হবে না। তবে প্রতিবছরই বাস মালিকরা ভাড়া বাড়িয়ে দেয়। সরকার কেন এসব নজরদারি করছে না। এভাবে আর কতদিন বাস মালিকদের কাছে জিম্মি থাকতে হবে আমাদের?

ভাড়ার নতুন কাঠামোতে প্রতি কিলোমিটার ১০ পয়সা বাড়ানো হলেও পরিবহনগুলো অতিরিক্ত ভাড়ার আরও ২ থেকে ৩ টাকা বাড়িয়ে দিচ্ছেন। সরেজমিন দেখা গেল, সদরঘাট থেকে গাজীপুরগামী আজমেরি পরিবহন গুলিস্তান থেকে মগবাজারের ভাড়া ১৫ টাকা আদায় করছে। যেখানে সর্বোচ্চ ভাড়া ৬ টাকার উপরে হওয়ার কথা নয়।

তবে বৃহস্পতিবার রাজধানীতে বাসের সংখ্যা কম থাকায় লোকাল বাসগুলোতে সর্বনিম্ন ৫ টাকা ভাড়া দিয়েও অনেক যাত্রীকে সন্তুষ্ট হতে দেখা গেছে।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।