হুদহুদের পর এবার আসছে ঘূর্ণিঝড় নিলোফার


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৭ অক্টোবর ২০১৪

হুদহুদের রেশ কাটতে না কাটতেই এবার আসছে ঘূর্ণিঝড় নিলোফার। আরব সাগরের ওপর তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ ৷ তা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে৷ আর এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘নিলোফার’৷

হুদহুদের পর এবার ঘূর্ণিঝড় নিলোফারের জেরে ঝড়-বৃষ্টি আছড়ে পরতে পারে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলোতে। সঙ্গী হতে পরে ঝড়ো হাওয়াও৷

তবে ভারত ও বাংলাদেশে নিলোফারের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও, পরোক্ষ প্রভাব পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। নিলোফার বর্তমানে মুম্বাই থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ৷

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘নিলোফার’ শক্তিশালী রূপ নিয়ে পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতে ব্যাপক ঝড়-বৃষ্টি ঘটাতে পরে৷ এর পাশাপাশি, মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও বাংলাদেশে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।