বাজারে গুগলের নতুন দুই স্মার্টফোন


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০১ অক্টোবর ২০১৫

মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল নেক্সাস সিরিজের নতুন দুই স্মার্টফোন বাজারে এনেছে। অ্যাপল তাদের আইফোন বিক্রি রেকর্ড পরিমাণ বাড়ার ঘোষণা দেয়ার একদিন পরই মঙ্গলবার নেক্সাস ৬পি ও নেক্সাস ৫এক্স সংস্করণের ডিভাইস দুটি উন্মোচন করে গুগল। খবর রয়টার্স।

নেক্সাস ৫এক্স ফোনটি নির্মাতা এলজি এবং নেক্সাস ৬পি সেটটি তৈরি করেছে হুয়াওয়েই। নেক্সাস ৫এক্সের দাম ৩৭৯ ডলার। নেক্সাস ৬পির দাম ৪৯৯ ডলার।

নেক্সাস ৫এক্স ফোনে থাকছে কোয়ালকমের ১.৮ গিগাহার্টজ ৬৪ বিট স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর, ৫.২ ইঞ্চি (৪২৪ পিপিআই) ১০৮০পি রেস্যুলেশনের গরিলা গ্লাস৩ যুক্ত ডিসপ্লে, ১২.৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২জিবি র্যাম, ১৬/৩২জিবি স্টোরেজ, ফোরকে ভিডিও রেকর্ডিং, ইউএসবি সি টাইপ চার্জার, ফিঙ্গারপ্রিন্ট রিডার, ২৭০০ এমএএইচ ব্যাটারি, এলটিই প্রভৃতি।

নেক্সাস ৬পি ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি (১৪৪০ x ২৫৬০পি, ৫১৮ পিপিআই) ডিসপ্লে, ১২.৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩জিবি র্যাম, ৩৪৫০ এমএএইচ ব্যাটারি, কোয়াড কোর ১.৫৫ গিগাহার্টজ কর্টেক্স এ-৫৩ ও কোয়াড কোর ২.০ গিগাহার্টজ কর্টেক্স-এ৫৭ সিপিইউ, ৩২/৬৪/১২৮জিবি স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইউএসবি সি টাইপ চার্জার, এলটিই প্রভৃতি।

গুগলের নেক্সাস সিরিজের ডিভাইসগুলো সাধারণত আইফোন বা আইপ্যাডের মতো এত বেশি বিক্রি হয় না। কিন্তু বাজার বিশ্লেষকদের মতে, নতুন ডিভাইস দুটি হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে গুগলের অগ্রগতির বিষয়টিই জানান দিচ্ছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।