বয়সসীমা ৩৫-এর আন্দোলন: ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ চার দফা দাবি আদায়ে টানা সপ্তম দিনের মতো প্রেস ক্লাবের সামনে গণঅনশনে বসে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের নেতারা। তবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গণঅনশনে বসলেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এমনটাই দাবি করেছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, 'চাকরির বয়সমীমা ৩৫ করাসহ চার দফা দাবি বাস্তবায়নে সপ্তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে গণঅনশনে বসতে চাইলে পুলিশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের উঠিয়ে দেয়। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা খুবই লজ্জিত। একজন নাগরিকের যৌক্তিক যেকোনো আন্দোলনে যেকোনো সময় শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে। তাতে বাধা দেয়া মানে নাগরিক অধিকার খর্ব করা।'

তিনি বলেন, 'গত ৬ ডিসেম্বর শুক্রবার থেকে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের এ গণঅনশন শুরু হয়। আমাদের আন্দোলনকে সম্মতি জানিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, নেত্রকোনা, সিলেট, রাজশাহী, বগুড়া, কিশোরগঞ্জ, বরিশাল এবং চাঁদপুরে গণঅনশন চলছে। ৪১তম বিসিএসে বয়সসীমা ৩৫ করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে আমাদের কাফন অনশন অব্যাহত থাকবে।'

১৩ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করবেন বলেও জানান তিনি।

এমএইচএম/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।