কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার হোমনায় শাহিনুর আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে। বুধবার উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১২ সালে শ্রীমদ্দি গ্রামের আমির হোসেনের মেয়ে শাহিনুরের সঙ্গে আলীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জিলানী মিয়ার বিয়ে হয়। সে সময় যৌতুক হিসেবে নগদ ৪০ হাজার টাকা ও আসবাবপত্র দেয়া হয়। শাহিনুরের দুই বছর বয়সী ইয়ামিন নামের এক ছেলে রয়েছে।

বুধবার সকালে স্বামী জিলানী মিয়া স্ত্রী শাহিনুর আক্তারকে ব্যাপক মারধর করে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বেলা ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শান্তি বেগম অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে তার স্বামী ও পরিবারের লোকজন মারধর করতো। তারা আমার মেয়েকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছে। পাশের বাড়ির লোকজন আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।