থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের ভ্রমণে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে তিনি এ তথ্য জানান।

এছাড়াও তিনি বলেন, বর্ষা মৌসুমে নদীতে প্রবল স্রোতে থানচির দর্শনীয় স্থানগুলো পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়। আর কিছুদিন আগে নৌকাডুবিতে বড়পাথর এলাকায় এক বিজিবি সদস্য মারা যান। বিষয়গুলো পর্যবেক্ষণ করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট এবং টিউব ব্যবহারে জেলা প্রশাসন থেকে পরামর্শ দেওয়া হচ্ছে ।

প্রসঙ্গত, থানচি উপজেলার রেমাক্রী জলপ্রপাত, তিন্দু, বড়পাথর, নাফাকুম ঝর্ণা, বড়মদক, ছোট মদক সহ অসংখ্য দর্শনীয় স্থান দেখতে প্রতি বছর শত শত পর্যটক এসব স্থানে ভিড় করেন।

সৈকত দাশ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।