বিলের পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বিলের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, গোড়াই কটন মিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র শাহাদত হোসেন ও টাঙ্গাইল বুলবুল একাডেমির নবম শ্রেণির ছাত্র রেদোয়ান সাকিব। শাহাদত গোড়াই নাজির পাড়া গ্রামের মনির সিদ্দিকী ও সাকিব কালিয়াকৈর উপজেলার রশিদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, দুপুরে শাহাদত ও সাকিব গোড়াই বিলে ডিঙি নৌকা নিয়ে বেড়াতে যায়। একপর্যায়ে সাকিব বিলের পানিতে পড়ে গেলে শাহাদত তাকে টেনে তোলতে গিয়ে সে নিজেও পড়ে যায়। এরপর বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গোড়াই বিলে গিয়ে ডিঙি নৌকা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়।

মির্জাপুর ফায়ার বিগ্রেডের লোকজনদের খবর দিলে তারা বিকেল ৪টায় বিল থেকে সাকিব ও শাহাদতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব নাজির পাড়া গ্রামে মামার বাড়ি বিয়ের দাওয়াত খেতে এসেছিলো বলে জানা গেছে।

গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুর রহমান খান বলেন, ওই স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক ও মর্মান্তিক।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।