শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর


প্রকাশিত: ১১:২৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

যে সকল শিক্ষকরা বেতন স্কেলের দাবিতে আন্দোলন করছেন তাদের উত্তেজিত না হয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বাজায় রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সকালে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন ভর্তি পরীক্ষায় যাতে কোন বাধা সৃষ্টি না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

শিক্ষকদের দাবি দাওয়ার বিষয় বিবেচনা করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষক শব্দটাই পবিত্র। প্রশ্নপত্র ফাঁস করার সাথে, অনিয়ম করার সাথে যে শিক্ষকই জড়িত হবেন তার বিরুদ্ধে আইনি সব ব্যবস্থা নেয়া হবে।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।