বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় র‌্যালি ও মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) সদর দফতর এবং ঢাকা মহানগর অধিভুক্ত সকল শাখা কমিটির তিন সহস্রাধিক মানবাধিকার কর্মীদের নিয়ে র‌্যালি করা হয়। র‌্যালিটি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা করে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

বিএইচআরসির প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার, বিএইচআরসির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফা, ঢাকা মহানগর গভর্নর সিকান্দার আলী জাহিদ, সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, ডেপুটি গভর্নর ডা. আনোয়ার ফরাজী ইমন, ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণে (ক অঞ্চল) সভাপতি মো. হারুন-অর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. ফিরোজ আলম সুমন, সাধারণ সম্পাদক এবং বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হক, ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্র্যাঞ্চের সভাপতি মো. জয়নাল আবেদীন, ঢাকা মহানগর উত্তর-পশ্চিম আঞ্চলিক শাখার সভাপতি রাজিয়া সুলতানা ইতি প্রমুখ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

এইচএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।