হজ করে দেশে ফিরেছেন তাহসান
জনপ্রিয় সংগীতশিল্পী ও তারকা অভিনেতা তাহসান খান হজ পালন করে দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতেই তিনি বাসায় পৌঁছেছেন বলে জানা গেছে। এসময় তাহসানের সঙ্গি ছিলেন তার মা।
দেশে ফিরে তাহসান জানান, ‘সকলের দোয়ায় এবং খোদার অশেষ মেহেরবানীতে হজ পালন শেষে সহি-সালামতে দেশে ফিরেছি। মক্কায় অবস্থানকালে কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। তবে এবারের হজ পালন করতে গিয়ে যারা দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
এদিকে, ঈদে তাহসান অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘টু এয়ারপোর্ট’, ‘প্রিয়তমেষু’, ‘আজ শুভদিন’ অন্যতম। বরাবরের মতো এবারো নাটকে তাহসানের উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছে।
এলএ/পিআর