বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ


প্রকাশিত: ১০:১৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

বিশ্ব ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতার সূচকে পূর্ববর্তী বছরের তুলনায় দুইধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪০টি দেশের মধ্যে ৩ দশমিক ৭৬ স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১০৭তম।
 
সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত ‘গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৫-১৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ডব্লিউইএফ এর পক্ষে বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে। সংবাদক সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সক্ষমতার দিক থেকে গতবারের ন্যায় এবারও তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, জাপান, হংকং, ফিনল্যান্ড , সুইডেন ও যুক্তরাজ্য। আর সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে গায়ানা।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৫৫, শ্রীলংকা ৬৮, নেপাল ১০০, ভুটান ১০৫, পাকিস্তান ১২৬ ও মিয়ানমার ১৩১তম স্থানে রয়েছে।

স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, শ্রম বাজারের সক্ষমতা, প্রযুক্তিগত প্রস্তুতি, উদ্ভাবনী ব্যবসাসহ ১৫টি বিষয় বিবেচনায় নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে।
 
সূচকটি তৈরিতে দেশগুলোর সক্ষমতা, উৎপাদনশীলতা ও উন্নতি বিষয়ে ৭ নম্বরের একটি স্কেল করা হয়।
 
এসআই/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।