চাঁদপুরে ৫৭৩ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

কাগজপত্রে ত্রুটি থাকায় চাঁদপুর জেলার ৫৭৩ জন মুক্তিযোদ্ধার ভাতা সাময়িক স্থগিত করা হয়েছে। তবে এ স্থগিতের উপর আপিল করা যাবে আগামী ২৮ অক্টোবরের মধ্যে। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান সংক্রান্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

চাঁদপুর জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মোবারক হোসেন জাগো নিউজকে জানান, জেলায় ৫৭৩ জন মুক্তিযোদ্ধার ভাতা সাময়িক স্থগিত করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৮জন, হাজীগঞ্জ উপজেলায় ৫৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৪৭ জন, শাহরাস্তি উপজেলায় ১৮০ জন, হাইমচর উপজেলায় ১৬ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১২২জন, মতলব উত্তর উপজেলায় ৬৪ জন ও কচুয়া উপজেলায় ২১ জন রয়েছে।

আগামী ২৮ অক্টোম্বর পর্যন্ত ভাতা বাতিলকৃত মুক্তিযোদ্ধারা আপিলের সুযোগ পাবেন। তারপর যাচাই-বাছাই করে স্থায়ীভাবে ভাতা স্থগিত করা হবে বলে তিনি জানান।

ইকরাম চৌধুরী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।