পিডিবির তিন প্রকৌশলীসহ ৭ জনকে দুদকে তলব


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৬ অক্টোবর ২০১৪

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের আড়াই হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে পিডিবির তিন প্রধান প্রকৌশলীসহ সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তলবকৃত কর্মকর্তারা হলেন- পিডিবির প্রধান তিন প্রকৌশলী চিফ ইঞ্জিনিয়ার এটিএম আকতার হোসেন, নান্নু রহমান এবং জামাল উদ্দিন, প্রতিষ্ঠানটি সদস্য কামাল হোসেন, জিএম মিজানুর রহমান ও প্রকল্প পরিচালক সালাহ উদ্দিন আল মামুনসহ ৭ জন।

জানা যায়, আগামী ২৯ অক্টোবর ৬ এবং ১১ নভেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান একটি নোটিশ পিডিবির চেয়ারম্যান বরবার পাঠনো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।