পোর্তোর বিপক্ষে চেলসির হার
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ম্যাকাবি তেল আবিবকে বড় ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে এসেই হারের স্বাদ পেল ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। মঙ্গলবার পোর্তো মাঠে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর দলটি।
পোর্তোর মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়ে’তে ম্যাচের ৩৯ মিনিটে লিড নেয় স্বাগতিক হিসেবে খেলতে নামা পোর্তো। দলের হয়ে গোল করেন আন্দ্রে। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় পোর্তো।
তবে, সমতায় ফিরতে সময় নেয়নি ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ব্লুজদের সমতায় ফেরান ব্রাজিল তারকা উইলিয়ান। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে আরেকবার লিড নেয় পোর্তো। রুবেনের অ্যাসিস্ট থেকে হেড করে গোল আদায় করেন মাইকন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে চেলসিকে ২-১ গোলের ব্যবধানে হার মেনে নিতে হয়।
এমআর/আরআইপি