বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে মো. বিপ্লব নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার দুপুরে ওই সীমান্তের ৭৩১ মেইন পিলারের কাছে ভারতের হাতিমারা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গিরজোত গ্রামের ট্রাক্টর চালক মো. বিপ্লব সীমান্ত এলাকা থেকে পাথর পরিবহণের জন্য যান। ট্রাক্টরে পাথর তোলার এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি ভুলবশত ভারতের ভেতর ঢুকে পড়েন। এ সময় ভারতের হাতিমারা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, ট্রাক্টর রেখে তিনি ভারতের ভেতর চলে যান। এ জন্য তাকে বিএসএফ নিয়ে গেছে বলে জেনেছি। তাকে ফেরত চেয়ে বিএসএফ বরাবরে বার্তা পাঠানো হয়েছে।