বিএনপি-জামায়াত জনগণের শত্রু : নাসিম


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৪

বিএনপি-জামায়াত জনগণের শত্রু বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল মনসুর নগর ইউনিয়নে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আদালতে হাজিরা দেওয়ার ভয়ে যারা ধর্মীয় লেবাসে হরতাল ডাকে, জনগণকে কষ্ট দেয়, উন্নয়নে বাধাগ্রস্ত করে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না। তারা প্রকৃত অর্থেই জনগণের শত্রু।
 
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নের মানসকন্যা অভিহিত করে নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পুরণ করছে। স্বাস্থ্য খাতে জনগণের দোড়গোড়ায় ডাক্তার নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। কৃষি, শিক্ষা ও দারিদ্র বিমোচনের শেখ হাসিনার সরকার বিশ্বে প্রশংশিত হয়েছে। আর এ কারণে আবারও জনগণ ইনশাল্লাহ এ সরকারকেই ভোট দিবে।
 
২০১৯ সালের আগে আর কোনো নির্বাচন নয়- উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, জনগকে কষ্ট দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। আগে নিজের ঘরের সোনার ছেলেদের সামলান, তার পর আন্দোলনের ডাক দেবেন। জনগণ হাওয়া ভবনের কর্মকাণ্ড এখনও ভুলেনি।  যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন, তাহলে আমরাও আপনাকে সর্বাত্বক সাহায্য করবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- রাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম ঠাণ্ডু, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, জামালপুর পল্লী বিদ্যুত সমিতির জিএমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।