কর্ণফুলী ইপিজেডে মাদক উদ্ধার : ৭ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের কর্ণফুলী রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) থেকে প্রায় চার কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার উদ্ধারের ঘটনায় এইচ কবির অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) সাতজনের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আসামিরা হলেন- প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ দিলদার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা বোরহান উদ্দিন, বিপণন কর্মকর্তা সোয়েব বিন জামাল, স্টোরকিপার ইসমাইল, পিয়ন খোকন এবং গাড়িচালক মিজান ও আবু তালেব।
অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, রোববার নগরীর ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২২ (গ) ও ৩৩ (১) ধারায় মামলাটি করেন কোতোয়ালী সার্কেলের পরিদর্শক জাকির হোসেন।
উল্লেখ্য, গতকাল শনিবার নগরীর উত্তর পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডে এইচ কবির অ্যান্ড কোম্পানি লিমিটেডের দুটি গুদাম থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের পাঁচ হাজার ১২৭ বোতল বিদেশি মদ ও ৩৮ হাজার ১৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।