সিজার হত্যাকাণ্ডের তদন্তভার ডিবিতে


প্রকাশিত: ০২:১০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ হত্যাকাণ্ডের তদন্তভারের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে (উত্তর)।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এ তাভেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার নিহত তাভেলা সিজারের সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন।

এ ঘটনা তদন্তে দফায় দফায় বৈঠক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

# সিজার হত্যায় পুলিশের তদন্ত কমিটি গঠন

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।