গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০২ ডিসেম্বর ২০১৯

রাজধানীর ধানমন্ডিতে মিতা নূর নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। আত্মহত্যার ওই ঘটনায় মিতা নূরের স্বামী আদনান তামিম প্রথমে তার বাবা-মা’র বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনেন।

সোমবার সকালে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আত্মহত্যার ঘটনার পর থেকে তাদের বাড়িতে পুলিশি প্রহরা ছিল।

গ্রেফতারকৃতরা হলেন- শ্বশুর এবিএম কাফি ও শাশুড়ি মোসা. সুরাইয়া বেগম।

পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ হেল কাফী জাগো নিউজকে বলেন, মিতা নূরের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের অগ্রগতির পর তার শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করা হয়।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই বাবুল তালুকদার জাগো নিউজকে বলেন, গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে মিতা নূরের মরদেহ বাথরুমের দরজা খুলে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে মিতা নূরের সঙ্গে তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় মিতা নূরের বাবা-মাও সেখানে উপস্থিত ছিলেন। বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বাথরুমে যান। দীর্ঘক্ষণ পরও বাথরুম থেকে বের না হওয়ায় চাবি দিয়ে খোলা হয় দরজা। সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।

ওই ঘটনার পর স্বামী আদনান তামিম সাংবাদিকদের বলেন, ‘আমার মা সবসময় মিতা নূরকে (স্ত্রী) নির্যাতন করত। নানাভাবে অত্যাচার করত। আমি বাসায় থাকতাম না। তবে শুনতাম যে, তারা অত্যাচার করত। আমার স্ত্রীর পরিবার নিম্নবিত্ত ছিল। বিয়ের পর থেকে নানা ইস্যুতে তার সঙ্গে আমার বাবা-মা খারাপ ব্যবহার করত।’

স্বামীর সাক্ষ্য ও মিতার বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তার শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করা হয়- জানান এসআই বাবুল তালুকদার।

এআর/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।