ঢাকায় সিনিকেয়ার'র শোরুম উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ার প্রসাধনী প্রস্তুতকারী কোম্পানি সিনিকেয়ার বাংলাদেশে তাদের শোরুম উদ্বোধন করেছে। শনিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের গ্রান্ড ফ্লোরে এর উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রসাধনী খাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বহুজাতিক এ কোম্পানিটি।

বাংলাদেশে প্রাথমিকভাবে ১০০ বিক্রয় কেন্দ্র করতে যাচ্ছে কোম্পানিটি। এরই মধ্যে ৩০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনাও প্রস্তুত করেছে তারা। সিনেকেয়ার মূলত অস্ট্রেলিয়ার অর্গানিক প্রসাধনী ও মেডিসিন প্রস্তুতকারী কোম্পানি হলেও বিশ্বব্যাপী তাদের আয় বার্ষিক ২০০ মিলিয়ন ডলার।

Senicare

ঢাকায় শোরুম উদ্বোধনের সময় কোম্পানির চেয়ারম্যান জেসন এসএম পার্ক, দক্ষিণ কোরিয়ার কেএস স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান জুন ইয়ং হো, সিনিকেয়ার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আহমেদ দীপু, ব্যারিস্টার মো. নাসিরুল্লাহ, ব্র্যান্ড প্রোমোটর আফরিন আনিস রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিনিকেয়ার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আহমেদ দীপু বলেন, ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী সিনিকেয়ার ব্যতিক্রম কিছু প্রসাধনী বিপণন করছে। ত্বকের রঙ ফর্সার ক্ষেত্রে সিনিকেয়ারের পণ্য অভিজাত প্রসাধনী হিসেবে পরিচিত।

মামুন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।