উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ঢাকায়
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের এর গ্রুপ পর্বের খেলায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। থাই এয়ার ওয়েজে করে মঙ্গলবার দুপুর ১২.১০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় উজবেকিস্তান দল। বুধবার ঢাকায় আসবে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। এর আগে শনিবার প্রথম দল হিসেবে ঢাকায় এসেছে ভুটান অনূর্ধ্ব-১৯ দল।
আগামী ২ থেকে ৬ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের খেলাগুলো। এএফসি অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ভুটান, শ্রীলংকা ও উজবেকিস্তান। গ্রুপে থাকলেও নাম প্রত্যাহার করে নেয়ায় আসছে না পাকিস্তান।
২ অক্টোবর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তান খেলবে ভুটানের বিপক্ষে। একই দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী বছর বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৬টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব।
আরটি/এমআর/আরআইপি