নোয়াখালীতে নৌকাসহ ১৫ জেলে আটক


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫
54342

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে থেকে ১৫ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ হাজার মিটার জাল এবং একটি মাছ ধরার নৌকা আটক করা হয়। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলা মৎস্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী জানান, নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরছে জেলার-এমন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সহকারি কমিশনার (ভূমি) পংকজ বুড়য়া কোস্টগার্ড-পুলিশের যৌথ টিম অভিযান চালান। এ সময় পাঁচ হাজার মিটার জাল ও মাছ ধরার নৌকাসহ ১৫ জেলেকে আটক করা হয়।

কেউ যাতে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ না ধরতে পারে সে লক্ষে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

# নোয়াখালীতে নৌকাসহ আটক ৪ জেলের কারাদণ্ড

মিজানুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।