বড়ুয়া ভবনের বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

চট্টগ্রাম নগরের পাথরঘাটায় বড়ুয়া ভবনে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে আহতদের মধ্যে চিকিৎসাধীন ডরিন তৃষা গোমেজ (২৩) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল আটে।

ডরিন তৃষা গোমেজ পাথরঘাটার সেইন্ট জোন্স গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ১৭ নভেম্বর নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে। তখন আশপাশের আরও কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে তখন এক নারী ও কিশোরসহ সাতজনের মৃত্যু হয়। আহত হন ৯ জন।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।