উভয় পুঁজিবাজারে দরপতন


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহার ছুটির পর দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। তবে দুই স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে চার হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৪ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি টাকা।

ডিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টির দাম বেড়েছে, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট কমে ৯ হাজার ৪৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮২ পয়েন্টে সিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১২ হাজার ৮৯৫ পয়েন্টে এবং সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।