কোরাম সংকটের কারণে সংসদীয় কমিটির বৈঠক বাতিল
কোরাম সংকটের কারণে একটি সংসদীয় কমিটির বৈঠক বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির নবম বৈঠক হওয়ার কথা থাকলেও সদস্যদের এক-তৃতীয়াংশ অংশ না নেওয়ায় এই বৈঠক বাতিল করতে বাধ্য হন কমিটির সভাপতি।
বেলা ১১টায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও ১২টা পর্যন্ত কমিটির দুইজন সদস্য অন্যদের জন্য অপেক্ষা করে চলে যান। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও শনবম জাহান ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। এই কমিটির ১০ জন সদস্যের মধ্যে মাত্র দুইজন উপস্থিত হওয়ায় কমিটির বৈঠক বাতিল হয়ে যায়।
কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মোজাম্মেল হোসেন শাহজাহান মিয়া, এ এ ম নাঈমুর রহমান, আব্দুল আজিজ, সালমা ইসলাম, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম অনুপস্থিত থাকায় বৈঠক হয়নি।
এ বিষয়ে কমিটির সভাপতি মেহের আফরোজ জাগো নিউজকে বলেন, কমিটির কোনো কোনো সদস্য দেশের বাইরে, কেউ অসুস্থ এবং কেউবা সকালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এজন্য তারা সংসদীয় কমিটির বৈঠকে আসতে পারেননি। এজন্য কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে। সবার সঙ্গে কথা বলে পরে বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।
জানা যায়, এই কমিটি নবম বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আওতাধীন ডে কেয়ার সেন্টারগুলোর ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা ছাড়াও বিবিধ বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।
এইচএস/এনএফ/এমকেএইচ