সতর্ক অবস্থায় কূটনীতিক পাড়ার পুলিশ


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক নিহতের ঘটনায় কূটনীতিক পাড়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। টহল দিচ্ছে সাদা পোশাকের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বলছে, কূটনীতিক পাড়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

গতকাল সোমবার গুলশানের কূটনীতিক ২ নম্বরের ৯০ নম্বর সড়কে ইতালিয়ান নাগরিক সিসারে তাভেল্লাকে গুলি করে হত্যা করে দুর্বিত্তরা। নিহত সিসার নেদারল্যান্ডস ভিত্তিক আইসিসিও-বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফস প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

এ হত্যাকাণ্ডের পর এক বার্তায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বন্ধ রয়েছে গুলশানের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস। তবে গুলশানে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এ ঘটনার পরপরই সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নিয়মিত পুলিশের সঙ্গে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কূটনীতিক পাড়ার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

এ বিষয়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জাগো নিউজকে জানান, কূটনীতিক পাড়ায় সতর্কতামূলক নজরদারি করা হচ্ছে। এইসব এলাকায় আগে থেকে র্যাবের নিরাপত্তা ছিল। এ ঘটনার পর থেকে র্যাবের বেশ কয়েকটি মোবাইল টিম কূটনীতিক পাড়ায় টহল দিচ্ছে।
 
এদিকে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কূটনীতিক পাড়ায় যথেষ্ট পরিমাণ নিরাপত্তাকর্মী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

অন্যদিকে সোমবার রাতে হত্যাকণ্ডের পরপরই হত্যার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আইএস জড়িত কি-না তা তদন্ত না করে এখনি কিছু বলতে চাচ্ছে না পুলিশ।

ঘটনায় পরদিন মঙ্গলবার সকালে নিহতের সহকর্মী হেলেন ভেন্দার বিক গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ‘কয়েকজন দুর্বৃত্ত’কে আসামি করা হয়েছে। এ ঘটনা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

# ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় মামলা

এআর/জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।