কাফরুলে ‘কমিশনার ইউসুফ উল্লাহ সড়ক’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ এএম, ২৮ নভেম্বর ২০১৯

রাজধানীর কাফরুল এলাকার ইব্রাহিমপুরে সাবেক ওয়ার্ড কমিশনার ইউসুফ উল্লাহর নামে সড়কের নামকরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ১৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান সড়কের নামফলক উদ্বোধন করেন।

ইউসুফ উল্লাহ অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে ১৯৯৪ সালে কমিশনার নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৮ মে তিনি মারা যান। ইব্রাহিমপুর এলাকায় তিনি জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকায় জনপ্রিয় ছিলেন।

ছাত্রজীবন থেকেই ইউসুফ উল্লাহ রাজনীতি ও সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন বলে জানান তার স্ত্রী রোকাইয়া ইউসুফ। তিনি বলেন, সবসময় মানুষের পাশে থাকার কারণে তিনি বরাবরই জনপ্রিয়। তিনি ১৯৯৪ সালে কৃষি ব্যাংকের চাকরি ছেড়ে ওয়ার্ড কমিশনার নির্বাচনে অংশ নেন। এলাকায় উন্নয়ন, শিক্ষা, সমাজসেবায় তিনি আন্তরিক ছিলেন।

১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান বলেন, ২০ বছর আগে এ সড়কের নামকরণের জন্য আবেদন করা হয়। দীর্ঘসময় পর সিটি কর্পোরেশন নামকরণের অনুমোদন দিয়েছে। ইউসুফ উল্লাহ মানুষের কাছে এখনও জনপ্রিয়, তাই মানুষ এ নামকরণে সবাই সমর্থন দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধা নুর ইসলাম বলেন, সমাজসেবামূলক কাজের জন্য ইউসুফ উল্লাহ মানুষের কাছে এখনও জনপ্রিয়। তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন, মানুষের পাশে ছিলেন সবসময়।

এএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।