নকশাবহির্ভূত অংশ অপসারণে রাজউকের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

ভবনের নকশাবহির্ভূত অবৈধ অংশ অপসারণে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (২৭ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৮ এর আওতাধীন দনিয়া, কদমতলী, শ্যামপুর, মাতুয়াইল, জুরাইন এবং নারায়ণগঞ্জের বেশকিছু অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে কদমতলী এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ভবন মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও জোন-৮ এর অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কদমতলী এলাকার তিনটি ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মিত বেজমেন্ট, কলাম, বারান্দা, সিঁড়ি, আবশ্যিক উন্মুক্ত স্থানে (সেটব্যাক) নির্মিত অবৈধ স্থাপনা আংশিক অপসারণ করা হয়। ভবনগুলোর মধ্যে একটি ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অপর দুই ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

অভিযানে সহকারী অথরাইজড অফিসার ইমরুল হাসান, শেখ মাহাব্বির রনি, সংশ্লিষ্ট প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।