রাজধানীতে ইসলামী দলসমূহের নিরুত্তাপ হরতাল
কোনো উত্তাপ ছাড়াই রাজধানীতে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে হরতাল চলাকালে এ রিপোর্ট লেখার সময় বিকেল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালে জানমালের নিরাপত্তা ও ‘নাশকতা’ এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
ধর্মদ্রোহী-মুরতাদদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহ এই হরতালের ডাক দেয়।
জামায়াতে ইসলামী এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। হরতালের সমর্থনে যেমন সম্মিলিত ইসলামী দলসমূহ রাজপথে নামেনি, তেমনি জামায়াতকেও মাঠে নামতে দেখা যায়নি।