পারস্পরিক নিরাপত্তা বিষয়ে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ-তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। তুরস্ক সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার আংকারার গভর্নর ভেসিপ সাফিনের সঙ্গে তার ভবনে সাক্ষাৎকালে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠকের জন্য আসাদুজ্জামান খান তুরস্ক সফরে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনাকালে উভয়ে নিরাপত্তা ছাড়াও ব্যবসায় বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

Kamal-2.jpg

আসাদুজ্জামান খান তুরস্কের গভর্নরকে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) ব্যাপারে বাংলাদেশ সরকারের কার্যক্রমের বিষয়ে অবহিত করেন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে তুরস্ক সরকারের সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।

আংকারার গভর্নর দু’দেশের সম্পর্ককে আরও গভীরতর করার ব্যাপারে তার আগ্রহের কথা মন্ত্রীকে জানান। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সকালে তুরস্কের রেড ক্রিসেন্টের প্রধান অফিস পরিদর্শন করেন এবং তুরস্কের রেড ক্রিসেন্টের চেয়ারম্যান কারিম কিনিক এবং তুরস্ক রেডক্রিসেন্টের মহাপরিচালক ইব্রাহিম আটলানের সঙ্গে রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিভিন্ন মানবিক সহযোগিতা প্রদানের জন্য তাদের ধন্যবাদ জানান মন্ত্রী।

Kamal-2.jpg

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের জাতির জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আযহারুল হক, অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আবু বকর সিদ্দিক ও জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব হারুন অর রশিদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠক বুধবারবার তুরস্কের আংকারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।