হবিগঞ্জের তিন রাজাকারের বিচার শুরু


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক হবিগঞ্জের দুই সহোদর এবং তাদের এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি তিন ভাই হলেন- বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদেস্যর আন্তর্জাতিক অপারাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর বিচারপতিরার হলেন, মো. শাহিনুর ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী।

অভিযোগ গঠন করার পর আগামী ২১ অক্টোবর স্বাক্ষ্য গ্রহণ করার (ওপেনিং স্টেটমেন্ট) দিন ঠিক করেছেন আদালত। এসময় আদালতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও আসামিপক্ষের আইনজীবী মাসুদ রানা উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের পূর্বে আদালত তাদের কাছে জানতে চান আপনারা দোষী নাকি নির্দোষ। আদালতের জিজ্ঞাসার জবাবে তিন আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার আশা করেন।

আদালতের বক্তব্যের মূল অংশ পড়ে শোনান চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। এসময় ইংরেজি ভাষা বোঝতে পারেন না বলে আদালতেকে জানান আসামিরা। এরপর বিচারপতি মো.শাহিনুর ইসলাম বাংলায় তাদের বিরুদ্ধে আনা চার অভিযোগ পড়ে শোনান।

আদালত আদেশে বলেন, অভিযোগ গঠন মানে কেউ দোষী সাব্যস্ত হওয়া নয়। বিচারের সাত্যতা পাওয়া গেলে অভিযোগ গঠন করা হয়। আসামিদের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়া (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলাধীন খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়ার (৬০) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় হত্যা, অপহরণ, আটক নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ পায় তদন্ত সংস্থা।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।