কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি নারী সাংবাদিক কেন্দ্রের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

কর্মস্থলে নারীবান্ধব সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বৈষম্য ও যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন এবং আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কর্মস্থলে নারীর নিরাপত্তার দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে নারী সহকর্মীদের যৌন হেনস্তা করায় মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক শহিদুল আলম ইমরানের শাস্তির দাবি করা হয়।

কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রের সদস্য শাহনাজ শারমিন, শাহনাজ সিদ্দিকী, শরীফা বুলবুল, শাহনাজ পারভিন, নাইমা মৌ, রুমানা জামান এবং আর্টিকেল ১৯’র প্রতিনিধি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী মোহনা টিভির স্টাফ রিপোর্টার ফারহানা হক নীলা।

নাসিমুন আরা হক বলেন, কর্মস্থলে নারীবান্ধব কর্মপরিবেশের দাবিতে আমরা আজ রাস্তায় দাঁড়িয়েছি। মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক ইমরান দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন সময় নারী সহকর্মীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করেন। ভুক্তভোগীরা এই অন্যায়ের প্রতিকার চেয়েও কোনো সুফল পায়নি। বরং যারা এসব ঘটনার প্রতিবাদ করেছে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় নীলাসহ চারজন নারী সাংবাদিক এবং মোট ১৮ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, যাতে নারীর প্রতি যারা এমন অশোভন আচরণ করে তারা ভয় পায়, সংযত হয়।

কেএইচ/এমএমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।