দেশে একদলীয় শাসন চলছে : এরশাদ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৬ অক্টোবর ২০১৪
ফাইল ফটো

গণতন্ত্র মানে জনগণের শাসন, কিস্তু  বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, গণতন্ত্র মানে জনগণের শাসন। বাংলাদেশে একদলীয় শাসন চলছে। আমরা আবার গণতন্ত্র ফিরে পাবো। মানুষ সুবিচার পাবে। তোমরা কাজ করো।

তিনি বলেন, হরতাল মানি না। ভূমিকম্প হলেও তোমাদের আসতে হবে। এখন বিশ্রামের সময় নেই। এটাই আমাদের প্রতিশ্রুতি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গণতন্ত্র মানে জনগণের শাসন। কিন্তু দেশে আজ জনগণের শাসন নেই। তাই জনগণ সত্যিকার অর্থেই পরিবর্তন চায়। সরকার বলেছিল, জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত করবে। বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু আজ ঘরে ঘরে বেকার। যুবকরা যাচ্ছে বিপথে।

এরশাদ আরও বলেন, আমরা ক্ষমতায় আসার পর গ্রামে ছিল কাঁচা রাস্তা। সেখানে চলত গরুর গাড়ি। কিন্তু সেটি পরিবর্তন করেছে জাতীয় পার্টি। দেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে জাতীয় পার্টির কারণে। জাতীয় পার্টি সব সময় শ্রমিকদের উন্নয়নে কাজ করেছে। কারণ জাতীয় পার্টি বিশ্বাস করত, একটি দেশের উন্নতির চাবিকাঠি হচ্ছে কৃষক-শ্রমিক। তাই জাতীয় পার্টি কৃষক-শ্রমিকের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।