বাংলাদেশের শ্রমমান উন্নয়নে সহযোগিতা দেবে আইএলও
শ্রমমান উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে আইএলওর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিয়াইনিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতের সময় এই আশ্বাস দেন।
বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘মূলত দুটো জিনিসের ওপর আলাপ-আলোচনা হয়েছে। উনি (কন্ট্রি ডিরেক্টর) বাংলাদেশে এসেছেন এক বছরের ওপরে, আমার সঙ্গে তার আলাপ হয়নি। ইন্টারন্যাশনাল লেবার অর্গারাইজেশনের ১০০ বছর পূর্তে হবে এবার, সেটার কারণেও আমার সঙ্গে ওনার সৌজন্যমূলক এই সাক্ষাৎটা।’
আনিসুল হক বলেন, ‘আমরা যেসব বিষয় নিয়ে আলাপ করেছি সেগুলো হচ্ছে যে, আইএলওর সঙ্গে আমাদের যে সুসম্পর্ক সেটা আরও বৃদ্ধি করা। আমরা আইএলওতে যে কমিটমেন্ট করেছি, আমাদের ওপর যেসব দায়িত্ব আছে, সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলওর যদি কোনো টেকনিক্যাল অ্যাসিসটেন্স এবং আরও সহযোগিতা লাগে আইএলও সেটা দিতে প্রস্তুত। সেই কথাটাই তিনি বলেছেন।’
সুনির্দিষ্টভাবে কোনো সহযোগিতা চেয়েছেন কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্টভাবে কোনো সহযোগিতা চাওয়ার কোনো প্রয়োজন এখনও হয়নি। সকল ব্যাপারে তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, কারণ আমরা যেসব স্ট্যান্ডার্ড অ্যাচিভ (শ্রমমান অর্জন) করতে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটাকে সফল করার জন্য আমাদের শ্রমিকদের যে অধিকার প্রয়োজন সেটার জন্য আইএলওর সমর্থন ও সহযোগিতা আমরা চেয়েছি।’
আইনমন্ত্রী বলেন, ‘তারা শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং আরও বিশদভাবে এইসব সহযোগিতার ব্যাপারে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন।’
আরএমএম/এসআর/এমকেএইচ