মিনা ট্র্যাজেডি : বাংলাদেশি ২২ হাজি নিহত


প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে বাংলাদেশের ২২ জন হাজি রয়েছেন বলে জানিয়েছেন ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান। সোমবার তিনি সংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিহত তিন জনের পরিচয় প্রকাশ করেছে। যদিও তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পারেননি তার স্বজনরা।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, হতাহত বাংলাদেশিদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে আরও দু-এক দিন সময় লাগবে।

এদিকে মক্কায় অবস্থানরত হাজিরা কাটিয়ে উঠতে পারেননি মিনা ট্র্যাজেডির রেশ। এখনও তাদের মনে বিরাজ করছে ভয়, আতঙ্ক, শঙ্কা। হাহাকারে ম্লান হয়ে গেছে হজের উৎসব আমেজ। কেউ কেউ আনুষ্ঠানিকতা শেষ না করেই স্বদেশে ফিরতে শুরু করেছেন।

প্রসঙ্গত, হজের আনুষ্ঠানিকতা অনুযায়ী মক্কার মিনা শহরে `শয়তানকে পাথর` মারতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন সাত শতাধিক হাজি। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও ঠিক কতজন বাংলাদেশি হাজি হতাহত হয়েছেন, তা নির্দিষ্টভাবে জানাতে পারছেন না সংশ্লিষ্টরা।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।