বাণী-বচন : ২৯ সেপ্টেম্বর ২০১৫
মা
যে গৃহে মা নেই, সে গৃহের কোনো আকর্ষণ নেই। – হাওয়ার্ড জনসন
মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই। – জন গে
মা সবক্ষেত্রে সব পরিবেশেই মা। – লেডি অ্যানি বার্নার্ড
যে ঘরে মা আছে সে ঘরে শৃঙ্খলা আছে। – ক্রিস্টিনা রসেটি
মানুষের মা তাদের যা বানিয়েছে মানুষ তাই। – ইমারসন
বচন
বাহির বাড়ি লণ্ঠন
ভিতর বাড়ি ঠনঠন।
অর্থ: যারা ধনের বড়াই করে তাদের প্রকৃত রূপ প্রকাশকারীদের স্বরূপ প্রকাশে-এ কথা বলা হয়ে থাকে।
এইচআর/এমএস