শ্রমিকদের নিরাপদ কর্মস্থলের দাবি
শ্রমিকদের নিরাপদ কর্মস্থল ও জীবিকা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম নামে একটি সংগঠন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাজরিন ট্রাজেডির ৭ বছর উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কিন্তু দুঃখের বিষয় হলো রাষ্ট্র এই অধিকার নিশ্চিতকরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই দেশের অর্থনীতিতে যাদের ভূমিকা এসব শ্রমিকদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ২০১২ সালে তাজরিন ফ্যাশন লিমিটেডের অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপশি আহত শ্রমিকদের চিকিৎসার খরচ ও পুনর্বাসন এবং শ্রমিক নিরাপত্তা তহবিল গঠন করতে হবে। সব কিছু মিলিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি।
আয়োজক সংগঠনের সভাপতি শ্রমিক নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কৃষক নেতা বদরুল আলম, গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন সভানেত্রী লাভলী ইয়াসমিন, শ্রমিক নেতা মোহাম্মদ বাহারানে সুলতান বাহারসহ বিভিন্ন গার্মেন্ট শ্রমিকরা।
এএস/জেএইচ/পিআর