আগে থেকেই অনুসরণ করা হয় ওই বিদেশিকে


প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর গুলশানে কূটনীতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক অ্যাভেয়া সিসেরোকে আগে থেকে অনুসরণ করা হচ্ছিল। গুলি করার আগে তিন যুবক অনুসরণ করছিলেন। শুধু তাই নয় যখন অ্যাভেয়া সিসেরোকে গুলি করা হয় তখন গুলশানের ৯০ নম্বরের ওই সড়কের বাতি নেভানো ছিল। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর বাতিগুলো জ্বলে ওঠে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এসব তথ্য জানা গেছে।

হত্যাকাণ্ডের পর সিআইডির ক্রাইম সিন ইউনিট, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুশতাক আহমেদ জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে অ্যাভেয়া সিসেরো নামে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, এটা কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। হত্যার উদ্দেশ্যেই মূলত আগে থেকে অনুসরণ করা হচ্ছিল তাকে। ছিনতাই হলে তার ব্যাগ ও সঙ্গে থাকা জিনিসপত্র খোয়া যেতো। তা হয়নি। ঘটনাস্থলেই মোবাইলসহ সব কিছুই সেখানে পড়ে ছিল।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইসিসিও কো-অপারেশন নামে নেদারল্যান্ডভিত্তিক একটি এনজিও-এর প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন অ্যাভেয়া সিসেরো।

সেতারা বেগম নামে এক প্রতিবন্ধী ও ইন্ট্রিগেটেড সিকিউরিটি সার্ভিসেসের এরিয়া ইন্সপেক্টর দায়িত্ব পালনরত মোহাম্মদ মোশাররফ হোসেন নামে অপর প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় জাগো নিউজের এই প্রতিবেদকের।

মোশাররফ হোসেন জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় অ্যাভেয়া সিসেরোকে তিনি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, চারদিকের যে পরিবেশ তাতে মনে হয় না এটা কোনো ছিনতাইয়ের ঘটনা। যেখানে গুলি করা হয়েছে এর নিকটেই গভর্নরের ভবন ও পাকিস্তান দূতাবাস।

তিনি জানান, টিশার্ট ও থ্রি-কোয়ার্টার পরিহিত ওই বিদেশি নাগরিক ৯০ নম্বর সড়কে জগিং করছিলেন। এসময় দুই যুবককে আমি পেছনে পেছনে যেতে দেখেছি। সম্ভবত তারা তাকে অনুসরণ করছিল। কিছুদূর যেতে না যেতেই পরপর তিনটি গুলির শব্দ শুনি।

সেতারা বেগম জানান, ঘটনাস্থলের সড়কে কাছেই আমি ভিক্ষার জন্য বসে ছিলাম। বিদেশি স্যারকে যখন গুলি করা হয় তখন রাস্তার বাতিগুলো নেভানো ছিল।

## ইতালিয়ান নাগরিক হত্যা : হামলায় অংশ নেয় তিন যুবক
## ইতালিয়ান নাগরিক হত্যা : সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে ডিবি
## গুলশানে দুর্বৃত্তদের গুলিতে ইতালিয়ান নাগরিক নিহত

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।