বাসি গ্রিল শিক কাবাব বিক্রি করে ইয়াম্মী ইয়াম্মী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০১৯

বাসি গ্রিল চিকেন, শিক কাবাব ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে লালমাটিয়ার ইয়াম্মী ইয়াম্মী রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মোহাম্মদপুরের লালমাটিয়ায় অভিযান চালিয়ে এ জারিমানা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম। এ সময় নোংরা অস্বাস্থ্যকর পন্থায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে আরও তিন রেস্টু্ররেন্টকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

Yummy-1

তিনি জানান, রাজধানীর শেরেবাংলা নগরের ফার্মগেট ইন্দিরা রোড এবং মোহাম্মদপুরের লালমাটিয়ায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার বিক্রি, সংরক্ষণ ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের অপরাধে চার রেস্টুরেন্টকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইয়াম্মী ইয়াম্মী ছাড়াও প্রিন্স রেস্টুরেন্টকে ২০ হাজার, বৈশাখী বাংলা রেস্টুরেন্টকে ৩০ হাজার ও আলভি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।