মক্কার ছয় কবরস্থানে নিহত হাজিদের দাফন
সৌদি আরবে ৭৪ হাজার ৭০০ লাশ দাফনের জন্য দেশটিতে ছয়টি কবরস্থান প্রস্তুত করা হচ্ছে বলে দেশটির সচিবালয় জানিয়েছে। এসব কবরস্থানে মিনায় পদদলিত হয়ে নিহতদের কিছু লাশও দাফন করা হবে।
সোমবার মক্কার সচিবালয়ের গণমাধ্যম বিষয়ক পরিচালক ওসামা জায়তুন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি কবরস্থানের মধ্যে মালা কবরস্থানে ৩০ হাজার, আল-আদল কবরস্থানে ২ হাজার, আল শারিয়া কবরস্থানে ২২ হাজার, এবং আল হারাম কবরস্থানে ২০ হাজার লাশ দাফন করা যাবে।
পবিত্র ভূমিতে আল রাবওয়ে এবং আরাফাত নামে আরো দুটি কবরস্থান রয়েছে। এসব কবরস্থানে হাজিদের মৃতদেহের গোসল ও অন্যান্য ধর্মীয় কাজের ব্যবস্থা রয়েছে বলে নিশ্চিত করেছেন জায়তুন।
তিনি বলেন, মিনায় নিহত হাজিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে হাজিদের মৃতদেহ কেউ দেশে ফেরত নিতে চাইলে সেব্যাপারে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
এসআইএস/পিআর