গাজীপুরে চুলার আগুনে পুড়ল অর্ধশত বসতঘর


প্রকাশিত: ১১:২২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় চুলার আগুনে একটি কলোনির ৫০টির মতো বসতঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টার দিকে ভোগড়া বাইপাস মোড়ের পশ্চিমপাশের টিনশেডের কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র এবং মালামাল পড়ে গেছে।
 
এ সময় পাশে থাকা একই মালিকানাধীন মুন লাইট একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শামিমা নাসরিন জানান, অগ্নিকাণ্ডে স্কুলের আলমারি, বেঞ্চ ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলোনির মালিক সাখাওয়াত হোসেন জানান, তিনি প্রায় আড়াই বছর আগে স্থানীয় ভুলু মিয়ার নিকট থেকে ভাড়া নিয়ে ৬০ কক্ষ বিশিষ্ট কলোনি তৈরি করেন। তিনি দাবি করেন, আগুনে ৫০টির মতো কক্ষ ও কক্ষের মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামন জানান, আগুনে ভাড়া বাড়ির ৩৫টির মতো কক্ষ পুড়েছে। তালিকা তৈরির পর প্রকৃত সংখ্যা বলা যাবে। চুলার আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
                
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।